তাহাবী শরীফঃ ইমাম আবু জাফর তাহাবী - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

January 05, 2021

তাহাবী শরীফঃ ইমাম আবু জাফর তাহাবী

 


ইমাম আবু জাফর তাহাবী (র) ছিলেন একজন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উঁচুমানের ফকীহ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহগণ মুজতাহিদ আলিম হিসেব আখ্যায়িত করেছেন। মিসরের তাহা নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাঁকে তাহাবী বলা হয়। তাঁর সংকলিত হাদীস এবং হাদীসের বিধানাবলী ও হাদীস বিজ্ঞান বিষয়ক গ্রন্থ শারহু মাআনিল আসার তাহাবী শরীফ নামে পরিচিত ও প্রসিদ্ধ। এটি মূলত হানাফী মাযহাবের দলীলভিত্তিক সংকলনের একটি হাদীস গ্রন্থ।

মানবজীবনে প্রয়োজনীয় আহকাম বিষয়ক হাদীসগুলোকে এখানে একত্রিত করা হয়েছে।

গ্রন্থটি বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে নাসিখ মানসূখ, বিশেষজ্ঞ আলিম-মনীষীদের ব্যাখ্যা-বিশ্লেষণসমূহ সন্নিবেশীত। শরীআহর বিভিন্ন বিধান সম্পর্কে ইমাম তাহাবীর মতামত এটাতে বিস্তারিত আলোচিত হয়েছে। এছাড়া বিভিন্ন আলিমদের অভিমতগুলো এখানে উল্লেখ করা হয়েছে।

ডাউনলোড

তাহাবী শরীফ-১ম খণ্ডঃ ইমাম আবু জাফর তাহাবী (র)

তাহাবী শরীফ-২য় খণ্ডঃ ইমাম আবু জাফর তাহাবী (র)

তাহাবী শরীফ-৩য় খণ্ডঃ ইমাম আবু জাফর তাহাবী (র)


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।