কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদাঃ ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙীর - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

September 19, 2021

কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদাঃ ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙীর

https://drive.google.com/file/d/1cv2mwGfV_e38ZCE0vJAnGhjyADUZnbog/view


কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা

লেখক : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স

বিষয় : ঈমান, আকীদা, বিশ্বাস

আমাদের বিশ্বাস যে আকীদার ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর হুবুহ অনুসরণ এবং সাহাবী, তাবেয়ী, প্রসিদ্ধ চার ইমামের মতের বাইরে না যাওয়াই নাজাত ও প্রশান্তির পথ। প্রথম তিন মুবারাক যুগে যেসকল হাদিস পাওয়া যায় এবং যেসব হাদিস প্রসিদ্ধ আর হাদিস বিশারদদের দ্বারা সহীহ হিসেবে সাভ্যস্ত হয়েছে সেসবই বিশুদ্ধ আকীদার ক্ষেত্রে দলীলের মানদন্ড হওয়া উচিত। বাংলা ভাষার সাধারণ পাঠককের যারা ইসলামী আকীদার বিষয়ে জানতে আগ্রহী তাদের জন্য সহজ সাবলীলভাবে পাঠযোগ্য কিতাবের সংখ্যা খুব কমই বলা চলে। এক্ষেত্রে দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা এই কিতাব এক অনন্য সংযোজন। কুরআন এবং সুন্নাহর আলোকে এই কিতাবে ইসলামী আকীদাকে ব্যাখ্যা করা হয়েছে যা সর্ব মহলে সমাদৃত। আশা করি তা বাংলা ভাষাভাষী পাঠকদেরকেও তাদের আকীদা বিষয়ক জিজ্ঞাসার উপযুক্ত জবাব আঞ্জাম দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ্‌।

কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদাঃ ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙীর রচিত বইটির পিডিএফ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।



No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।