তাফসীরে তাবারী শরীফঃ সকল খন্ড - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

February 18, 2021

তাফসীরে তাবারী শরীফঃ সকল খন্ড


তাফসীরে তাবারী শরীফ

সমস্ত প্রসংশা আল্লাহ্ তাআলার জন্য ৷ দরূদ ও সালাম তাঁর প্রিয় নবী হযরত মুহাম্মদ (স,) এবং তারঁ পরিবারবর্গ ও সাহাবায়ে কিরামগণের প্রতি ৷

মানবজীবনকে কুরআন মজীদের ছাঁচে গঠন করার জন্য প্রথমে কুরআন বুঝা প্রয়োজন ৷ মাতৃভাষায় কুরআন মজীদকে বুঝার জন্য প্রায় শতাব্দী কালেরও অধিক সময় ধরে বাংলা ভাষায় তার তরজমা ও তাফসীর প্রণয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে ৷

এ প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রেখে ইসলামী ফাউন্ডেশন মুসলিম জগতে সমাদৃত প্রামাণিক তাফসীরগুলোর পর্যায়ক্রমে বঙ্গানুবাদ প্রকাশের এক প্রকল্প গ্রহণ করেছে ৷ ত্রিশ খন্ডে সমাপ্ত তাফসীরে তাবারী আমাদের তাফসীর প্রকল্পের অন্যতম উদ্যোগ ৷ এ তাফসীরখানা ইসলামের প্রাথমিকযুগের জগদ্বিখ্যাত এক প্রামাণ্য তাফসীর ৷ এর প্রণেতা আল্লামা আবূ জাফর মুহাম্মদ ইবন জারীর তাবারী (র,)

কুরআন মজীদের সঠিক ব্যাখ্যায় সর্বাপেক্ষা অধিক সংখ্যক হাদীস ব্যবহার করায় প্রায় সাড়ে এগারশ বছরের সুপ্রাচীন এ তাফসীরখানা মুসলিম জাহানে বিশেষভাবে সমাদৃত তত্ত্ব ও তথ্যের বিশুদ্ধতার কারণে পাশ্চাত্য জগতের পণ্ডিত ও গবেষকগণ তাফসীরখানার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছেন ৷ ১৯৮৮ সালে গ্রেট বৃটেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তাফসীরখানার প্রথম খন্ডের ইংরেজি অনুবাদ প্রকাশ করে ৷ এতে গ্রন্থখানির প্রতি তাঁদের প্রবল অনুরাগ প্রকাশ পায় ৷ খ্যাতনামা মুফাসসিরগণ সমন্বয়ে একটি সম্পাদনা পরিষদ-এর তত্ত্বাবধানে বিশিষ্ট আলিমবৃন্দ তাফসীরখানার বাংলা তরজমা করেছেন ৷

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন 

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।