মিশকাতুল মাসাবীহ - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

March 15, 2021

মিশকাতুল মাসাবীহ

 


মিশকাতুল মাসাবীহঃ সাধারণভাবে মিশকাতুল মাসাবীহ বা مشكاة المصابيح দিয়ে একটি বই এর নাম বুঝালেও মূলত তা দুটি হাদিস গ্রন্থের সমন্বিত নাম। যার একটি হচ্ছে কিতাবুল মাসাবিহ-এর লেখক ইমাম আল বাগাভী ও অপরটি মিশকাত-লিখেছেনঃ শায়েখ ওয়ালীউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আল খাতীব আল আমরী আত তিবরিযী। পরবর্তিতে উভয় গ্রন্থকে একত্রিত করে নাম দেওয়া হয়েছে 'মিশকাতুল মাসাবীহ'। গ্রন্থটিতে কিতাবুল মাসাবীহ হতে সংকলন করা হয়েছে ৪৪৩৪ টি হাদীস এবং মিশকাত হতে সংকলন করা হয়েছে ১৫১১টি হাদীস। মিশকাতুল মাসাবিহ গ্রন্থের সম্পাদনার কাজ সমাপ্তি হয় ৭৩৭ হিজরীর শেষ শুক্রবারে। মূলত হাদীস শাস্ত্রে অনভিজ্ঞ লোকদের জন্যই এই বইটি সংকলন করা হয়েছে। শায়েখ ওয়ালীউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আল খাতীব আল আমরী আর তিবরিযী এই বইটি খুব চমকপ্রদ ভাবে সাজিয়েছেন যার মধ্যে উল্লেখ যোগ্য হল মাসাবিহ গ্রন্থে কোন হাদিসে উৎস লিপিবদ্ধ ছিলো না, ফলে পাঠকগন বিভ্রান্তিতে পড়ার শঙ্কা বোধ করতেন, আর সেই শঙ্কা দূর করেই মিশকাতুল মাসাবীহ সংকলনকালে লেখক প্রতিটি হাদীসের উৎস উল্লেখ করে দিয়েছেন। তিনি হাদীস গ্রন্থটিকে ফিকহের ধারাবাহিক নিয়ম অনুযায়ী সাজিয়েছেন এবং প্রতিটি অধ্যায়ে ৩টি করে অনুচ্ছেদে ভাগ করেছেন, যার মধ্যে প্রথম দুই পরিচ্ছেদে সহীহ বুখারী  সহীহ মুসলিম এর হাদিস এনেছেন এবং পরের পরিচ্ছেদে অন্যান্য কিতাবের হাদীস এনেছেন। আর হাদীস শেষে যে কিতাব থেকে হাদীসটি নিয়েছেন সেটির উৎস গ্রন্থ ও উল্লেখ করে দিয়েছেন।

এক নজরে বইটির অনন্য বৈশিষ্ট্যঃ
১. মিশকাতুল মাসাবীহ
র এই অনুবাদটিতে আরবীর পাশাপাশি বাংলায় অনুবাদ যুক্ত রয়েছে।
২. হাদীসগুলো তাহক্বীক প্রধানত শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ) এর তাহক্বীক মিশকাতুল মাসাবীহ থেকে নেয়া হয়েছে।
৩. মিশকাতের বিখ্যাত শরাহ গ্রন্থ
মিরআতুল মাফাতীহ হতে ব্যাখ্যা যুক্ত করা হয়েছে।
৪. প্রতিটি দুর্বল হাদীসের কারণ বর্ণনার যথার্থ চেষ্টা করা হয়েছে।
৫. মিশকাতের সংকলক যেসব হাদীস গ্রন্থের ইবারতে হাদীসগুলো এনেছেন সেগুলোর নম্বর সংযুক্ত করা হয়েছে।
৬. কুরআন মাজীদ হতে উদ্ধৃতিকৃত সূরার নাম, সুরার নম্বর, আয়াত নম্বর সংযুক্ত করা হয়েছে।
৭. মুল হাদীস ও ব্যাখ্যা অনুবাদে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে।
৮. শুধু একজন আলেম নয়, আলেমগণের পরামর্শ ও সম্পাদনা পরিষদ কতৃক সম্পাদিত।
৯. মিশকাতুল মাসাবীহ গ্রন্থের শরাহ গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে।
১০. হাদীসের অর্থ বুঝতে সহায়ক হবে এমন হাদীসের পরিভাষা আগে সংযুক্ত করা হয়েছে।


মিশকাতুল মাসাবীহ-মিশকাত শরীফ-অনলাইন

মিশকাত শরীফঃ আধুনিক প্রকাশনী

১ম খন্ড           ২য় খন্ড           ৩য় খন্ড          ৪র্থ খন্ড

তাহক্বীকঃ মিশকাতুল মাসাবিহ

১ম খন্ড           ২য় খন্ড           ৩য় খন্ড

মেশকাতে বর্ণিত যঈফ ও জাল হাদীস সমুহ

১ম খন্ড           ২য় খন্ড 

আনোয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ

১ম খন্ড           ২য় খন্ড           ৩য় খন্ড          ৪র্থ খন্ড          ৫ম খন্ড          ষ্ট খন্ড          ৭ম খন্ড

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।