তাফসীরে ওসমানী - আমার প্রিয় বাংলা বই

Post Top Ad

March 08, 2021

demo-image

তাফসীরে ওসমানী

Responsive Ads Here

 

%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%25AB%25E0%25A6%25B8%25E0%25A7%2580%25E0%25A6%25B0%25E0%25A7%2587+%25E0%25A6%2589%25E0%25A6%25B8%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2580

তাফসীরে উসমানী হল শায়খুল হিন্দ মাহমুদুল হাসান (১৮৫১-১৯২০) ও শাব্বির আহমেদ উসমানি (১৮৮৬-১৯৪৯) কর্তৃক উর্দু ভাষায় লিখিত কুরআনের একটি নির্ভরযোগ্য ও প্রামাণ্য তাফসীর বা ব্যাখ্যা গ্রন্থ। শায়খুল হিন্দ মাহমুদুল হাসান ১ম মনজিল রচনার পর ইন্তেকাল করলে ওনার ছাত্র শাব্বির আহমেদ উসমানি বাকি ৬ মনজিল রচনা করেন। পরবর্তীতে এটি তাফসীরে উসমানী নামে প্রসিদ্ধি লাভ করে।

শায়খুল হিন্দ মাহমুদুল হাসান উর্দু ভাষায় কুরআনের একটি অনুবাদের কাজ শুরু করেন। অনুবাদ শেষ হওয়ার পর এর পাশে সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখে দিতে শুরু করেন। কুরআনের ৭ মনজিলের মধ্যে ১ মনজিল এভাবে লেখার পর তিনি ইন্তেকাল করেন। তার এই অসমাপ্ত কাজ সমাপ্ত করেন তাঁর প্রিয় ছাত্র শাব্বির আহমেদ উসমানিবিস্তারিত তাফসির লিখার ইচ্ছা ছিল না কারো। কিন্তু এই সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো একত্রিত করলে একটি বড় তাফসীর গ্রন্থের রূপ নেয়। পরবর্তীতে শাব্বির আহমেদ উসমানির নামানুসারে এটি তাফসীরে উসমানী নামে প্রসিদ্ধি লাভ করে।

সৌদি সরকার উর্দু ভাষায় কুরআনের তাফসীর প্রচারের নিমিত্তে বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স কর্তৃক এই তাফসীরটি ছাপিয়ে সারা বিশ্বে বিনামূল্যে বিতরণ করে। বাংলাদেশ সরকার ২০০০ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক এর বঙ্গানুবাদ প্রকাশ করে।

আনোয়ার শাহ কাশ্মিরি বলেন শাব্বির আহমদ উসমানি সাহেব কুরআন হাকীমের তফসীর লিখে ইসলামী জগতের উপর বিরাট অনুগ্রহ করেছেন

তাফসীরে উসমানীর পিডিএফ কপির জন্য ক্লিক করুনঃ  

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন



No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।

Pages