মুসনাদে আহমদ - আমার প্রিয় বাংলা বই

Post Top Ad

August 30, 2021

demo-image

মুসনাদে আহমদ

Responsive Ads Here

 

%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B8%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2587+%25E0%25A6%2586%25E0%25A6%25B9%25E0%25A6%25AE%25E0%25A6%25A6

মাকাতাবা শামিলা অনুযায়ী মুসনাদে আহমাদ’ ইসলামের ইতিহাসে লেখা বৃহত্তম হাদিস গ্রন্থ যেখানে ২৭ হাজারেরও (মতান্তরে ৩০-৪০ হাজার) বেশী হাদিস রয়েছে। এটিই পৃথিবীর সর্ববৃহৎ হাদিস গ্রন্থ।

রাসূল  -এর হাদিস সংগ্রহ ও সংরক্ষণের জন্য যেসকল ইমাম প্রাণান্তকর পরিশ্রম করে গেছেনইমাম আহমাদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তাঁদের মধ্যে অন্যতম। হাদিসের এই মুজতাহিদ মাসআলা-মাসায়েল সংগ্রহ অপেক্ষা রাসূল  -এর হাদিস যাতে সঠিক অবস্থায় সংরক্ষণ করা যায় এ ব্যাপারে অধিক দৃষ্টি দেন। তাই তিনি বিষয়ভিত্তিক হাদিস বর্ণনার বদলে প্রতিটি সাহাবী দ্বারা বর্ণিত হাদিস সংরক্ষণ করেছেন।

প্রথমে তিনি 'আশারাহ মুবাশারাহ (দশ জন সাহাবী যাদের জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল) এর হাদিস দিয়ে এটি শুরু করেন। এটি তাদের মর্যাদা এবং আল্লাহর রাসূল  -এর থেকে হাদিস পাওয়ার প্রচেষ্টা চালানোর স্বীকৃত দেয়ার জন্য করা হয়।

ইবনে হাম্বল তাঁর গ্রন্থের বিষয়ে একটি মন্তব্য করেছিলেন–"আমি এই বইটিতে কেবল সেইসব হাদিস অন্তর্ভুক্ত করেছি যেগুলো অন্য আলেমরা প্রমাণ হিসেবে ব্যবহার করে"।

মুসনাদে আহমাদে রয়েছে ৯ টি (বিষয়ভিত্তিক) বই। বর্ণনা রয়েছে ১২৭৭ জন রাবীর।

তাঁর এই বইটি ভবিষ্যৎ মুহাদ্দিস তৈরির ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

সূত্রসমূহ : মাকতাবা শামিলাসুন্নাহ.কমফাতাওয়া ইবনে তাইমিয়াহ।


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।

Pages