প্রশ্নোত্তর - রিয়াদুস সালেহীন-চতূর্থ খন্ড - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

March 13, 2022

প্রশ্নোত্তর - রিয়াদুস সালেহীন-চতূর্থ খন্ড

 

রিয়াদুস সালেহীন-চতূর্থ খন্ড

০০১. “কিতাবুদ্ দাওয়াত” অর্থ কি?

০০২. “তোমাদের রবকে ডাক বিনয়ী হয়ে ও চুপে, কারণ তিনি ভালবাসেন না-কদের?

০০৩. “দোয়া হচ্ছে ইবাদত” হাদীসটির রাবী কে?

০০৪. রাসূল সা. কোন ধরনের দোয়া পছন্দ করতেন?

০০৫. “কারণ বাক্য গুলো তোমার দুনিয়া ও আখেরাতের নিয়ামত একত্র করে দেবে”-কোন বাক্যগুলো?

০০৬. আবু হুরায়রা রা. বর্ণিত হাদীসে কয়টি বিষয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে?

০০৭. “আমাকে এমন একটি দোয়া শিখান যা আমি নামাজের মাঝে করব” আবু বকর ছিদ্দীক রা. এর চাওয়া এই দোয়াটি কি?

০০৮. “নিকৃষ্ট শয়নসঙ্গী ও নিকৃষ্ট অভ্যাস” কি?

০০৯. কোন দোয়ার মাধ্যমে আল্লাহ পর্বত সমান ঋণ পরিশোধের ব্যাবস্থা করেন?

০১০. ‘মুকাতাব’ দাস কি?

০১১. ‘হে রাসূলের চাচা! আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা প্রার্থনা করুন’ -কে কাকে কথাটি বলেছেন?

০১২. দাউদ আ. এর একটি দোয়া কি ছিল?

০১৩. কোন দোয়াটি রাসূল সা. বেশী বেশী করতে বলেছেন?

০১৪. কোন দোয়াটি সকল দোয়াকে শামিল করে?

০১৫. কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে ফিরিশতারা কি বলে?

০১৬. কোন দোয়াটিকে উপকারীর পুরোপুরি প্রতিদান বলা হয়েছে?

০১৭. রাসূল সা. কোন ব্যাপারে বদ্দোয়া করতে বিশেষভাবে নিষেধ করেছেন?

০১৮. বান্দা কোন সময়ে আল্লাহর সবচেয়ে নিকটে থাকে?

০১৯. কোন সময়ের দোয়া বেশী কবুল হয়?

০২০. দোয়ার আদব কি?

০২১. ‘আর খেজুরের ঐ কান্ডটি নিজের দিকে ধরে নাড়া দাও, তা থেকে তোমার জন্য পড়বে তরতাজা খোর্মা’-সূরা র্মায়ামে এই কথাটি কাকে বলা হয়েছে?

০২২. যখনই যাকারিয়া আ. তাঁর কাছে আসতেন তখন তার কাছে খাদ্য দেখতে পেতেন-কার কাছে?

০২৩. কাদের জন্য সূর্য ডান দিক থেকে উপরে উঠে যেত?

০২৪. ‘গুনসার’ শব্দের অর্থ কি?

০২৫. ‘আমার চোখের প্রশান্তি, এতো দেখছি আগের চাইতে তিনগুন হয়ে গেছে’-কথাটি কার?

০২৬. ‘মুহাদ্দাস’ কি? এই উম্মতের মুহাদ্দাস বলে রাসূল সা. কাকে বুঝিয়েছেন?

০২৭. ‘বুড়ো হবার কারণে তার চোখের পাতা চোখের উপর ঝুলে পড়েছিল’-কার? কেন?

০২৮. কুফাবাসীগণ হযরত সা’দ ইবনে আবু ওয়াক্কাস রা. এর ব্যাপারে কি মিথ্যা অভিযোগ করেছিল? বনী আব্স্ মসজিদের অভিযোগকারীর নাম কি?

০২৯. জুলুম করে যে এক বিঘত জমিও নেবে তার পরকালীন শাস্তি কি?

০৩০. ওহুদ যুদ্ধের সর্বপ্রথম শহীদ কে?

০৩২. ‘তাদের দু’জনের সামনে চলছিল প্রদ্বীপের মত দু’টি আলো-কাদের সামনে? কখন?

০৩৩. হযরত আসেম ইবনে সাবেত আনসারীর নেতৃত্বে প্রেরিত সামরিক তথ্য সংগ্রহকারী দলের সদস্য সংখ্যা কত ছিল? তাদের পরিণতি কি হয়েছিল?

০৩৪. ‘আল্লাহর কসম! আমি খুবাইবের চেয়ে উত্তম কয়েদী আর দেখিনি।’ অথবা ‘আল্লাহর কসম! একদিন আমি তাকে দেখেছি তিনি শিকলে বাঁধা অবস্থায় আঙ্গুরের ছড়া হাতে নিয়ে ছিড়ে ছিড়ে খাচ্ছিলেন’-কথাটি কে কার সম্পর্কে বলেছে?

০৩৫. নিহত হবার পূর্বে নামায পড়ার সুন্নত কে জারি করেন?

০৩৬. ‘কারামত’ ও ‘ইসতিদরাজ’ এর মধ্যে পার্থক্য কি?

০৩৭. হযরত আসেম বিন সাবিত রা. শহীদ হবার পর কিভাবে তার লাশ সংরক্ষিত হয়?

০৩৮. গীবত করাকে আল্লাহ তায়ালা কিসের সাথে তুলনা করেছেন?

০৩৯. যে মুসলমানের হাত ও মুখের অনিষ্ট হতে অন্য মুসলমান নিরাপদ তার সম্পর্কে রাসূল সা.কি বলেছেন?

০৪০. কোন দুটি জিনিসের জামিনের শর্তে রাসূল সা. কোন মুমিনের জান্নাতের জামিন হয়েছেন?

০৪১. কিসের দ্বারা মানুষ আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টিতে নিপতিত হয়?

০৪২. কোন জিনিসটি মানুষের জন্য তার ভয়ের কারণ?

০৪৩. কোন জিনিস ব্যক্তির মনকে পাষাণ করে দেয়? এর পরিণতি কি?

০৪৪. হযরত উকবা ইবনে আমের বর্ণিত হাদীসে কোন কাজকে নাজাতের উপায় বলা হয়েছে?

০৪৫. যাবতীয় কাজের মূল, কান্ড ও চূড়া কি?

০৪৬. গীবত ও বুহতান এর পার্থক্য কি?

০৪৭. গীবতকারীর পরকালীন শাস্তি কি?

০৪৯. যে ব্যক্তি তার ভাইয়ের ইজ্জত রক্ষা করল কিয়ামতে আল্লাহ তার মুখকে কি থেকে রক্ষা করবেন?

০৫১. কোন ধরনের গীবতে দোষ নেই? তিন প্রকার উল্লেখ করুন।

০৫২. ‘রাসূলের সঙ্গীদের জন্য কিছু ব্যয় করনা, যাতে তারা তার সঙ্গ ছেড়ে চলে যায়’-কথাটি কে কখন বলেছেন?

০৫৩. ‘এখন তারা আর কিছু বুঝে না। তাদের প্রতি তাকালে তাদের অবয়ব তোমার কাছে খুব আকর্ষনীয় মনে হবে। আসলে এরা এমন কাষ্ট খন্ডের মত যা প্রচীরে গেঁথে দেয়া হয়েছে। প্রতিটি জোরালো আওয়াজকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। এরা পাকা শত্রু’- এরা কারা? কেন?

০৫৪. অর্থ বলুনঃ مَا يـَـلْــِفــظُ مِـنْ قَـوْلٍ إلاّ لَـدَيْـهِ رَقِـيْـبٌ عَـتِـيْـدٌ

০৫৫. পুরাতন দু’টি কবরের পাশ দিয়ে অতিক্রমকালে রাসূল সা.বললেন ‘এদেরকে শাস্তি দেয়া হচ্ছে, তবে কোন বড় গুনাহের কারনে না’-তাহলে কি কারনে?

০৫৬. সত্য ও মিথ্যা মানুষকে কোন কোন দিকে ধাবিত করে?

০৫৭. যারা জাহেলী যুগে উত্তম ছিল, ইসলামী সমাজে তারা কখন উত্তম হবে?

০৫৮. ‘আমরা রাসূল (সা) এ যুগে এটাকে মুনাফেকী মনে করতাম’ -কথাটি কার? কোন বিষয়ে বলেছেন?

০৫৯. যার মধ্যে চারটি দোষ পাওয়া যাবে সে পাক্কা মুনাফিক, দোষ চারটি কি কি?

০৬১. আব্দল্লাহ ইবনে আব্বাস রা. বর্নিত হাদীসে- ১) মিথ্যা স্বপ্ন বর্ণনাকারী, ২) চুপিসারে কারো একান্ত গোপন কথা শ্রবনকারী  ৩) জীবের প্রতিকৃতি বা ছবি নির্মাতার কি শাস্তির কথা বলা হয়েছে?

০৬২. ‘তাহাল্লামা’ (تحلّــم) শব্দের অর্থ কি?      

০৬৩. আব্দল্লাহ ইবনে উমার রা. বর্নিত হাদীসে ‘সবচে বড় অপবাদ বলতে কি বুঝানো হয়েছে?

০৬৪. কোন অপরাধের কারণে কিয়ামতে ব্যক্তির মাথা প্রস্থরাঘাতে চুর্ণ-বিচুর্ণ করা হবে?

০৬৫. সামূরা ইবনে যুনদুব রা. বর্ণিত হাদীসে সূদখোরের কি শাস্তির কথা বলা হয়েছে?

০৬৬. কোন কোন অবস্থায় মিথ্যা বলা জায়েয?

০৬৭. কোন জিনিস কোন ব্যক্তির মিথ্যাবাদী হবার জন্য যথেষ্ট?

০৬৮. ‘সে দু’টি মিথ্যার কাপড় পরিধান করে'-কে  কেন?

০৬৯. হযরত আবু বাকরাহ রা. বর্নিত হাদীছে ‘সবচে’ বড় গুনাহ’ বলে কোন কোন গুনাহের কাজ বুঝান হয়েছে?

০৭০. কোন মুমিনকে অভিশাপ দেয়া ও আত্মহত্যা করার শস্তি কি?

০৭১. অভিশাপকারী কিয়ামতে কি হতে পারবে না?

০৭২. কোন মানুষকে কি কি দ্বারা অভিশাপ করতে নিষেধ করা হয়েছে?

০৭৩. মুমিন কখনো কি হতে পারে না?

০৭৪. আল্লাহ লা’নত করেছেন এমন পাঁচ ধরনের মানুষের নাম উল্লেখ করুন।

০৭৫. ‘তারা ফল লাভের স্থানে পৌঁছে গেছে’-কথটি দ্বারা কাদের বুঝানো হয়েছে? এদের ব্যপারে কি করতে নিষেদ করা হয়েছে?

০৭৬. আব্দল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণিত হাদীসে প্রকৃত মুসলিম ও প্রকৃত মুহাজির বলতে কি বুঝানো হয়েছে?

০৭৭. দোজখ থেকে মুক্তি লাভ ও জান্নাতে প্রবেশেচ্ছু ব্যক্তির কি করা উচিত?

০৭৮. কোন মুসলিম অন্য মুসলিমের সাথে রাগ করে কতদিনের বেশী থাকতে পারবে না?

০৭৯. কখন জান্নাতের দরজা খোলা হয়? তখন কি করা হয়?

০৮০. হিংসা মানুষের ভাল গুণগুলোকে কিভাবে ধ্বংস করে?

০৮১. ‘تنـاجـش’ (তানাজুগ. শব্দের অর্থ কি? এর হুকুম কি?

০৮২. ‘إيَّــاكُمْ وَ الظنَّ فَــإنَّ الظَّـنَّ أكْــذََبُ الحَــدِيْــث’ হাদীসটির অর্থ কি?

০৮৩. সুরা হুজুরাতের ১১ নং আয়াতে কোন কোন কাজকে ফাসেকী বলা হয়েছে?

০৮৪. একজন মুমিনের খারাপ সাব্যস্থ হবার জন্য কোন কাজটি যথেষ্ট?

০৮৫. হিংসা কি?

০৮৬. কোন মুসলমানের বিপদে আনন্দিত হবার পরিণাম কি?

০৮৭. কোন দু’টি জিনিস মানুষের জন্য কুফরির কারণ হয়ে দাঁড়ায়?

০৮৮. কিয়ামতে বিশ্বাস ঘাতকতার জন্য কি করা হবে? সবচে’ বড় বিশ্বাস ঘাতক কে হবে?

০৮৯. কাদের সাথে আল্লাহ তায়ালা কিয়ামতে ঝগড়া করবেন?

০৯০. ‘সেদিন (কিয়ামতে) আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না’ কাদের?

০৯১. কখন বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়?

০৯২. কোন জিনিস দ্বারা আল্লাহ ব্যতীত অন্য কেউ শাস্তি দিতে পারে না?

০৯৩. কাউকে সদকা করে তার নিকট থেকে তা কিনে নেয়া কি?

০৯৪. দান করে তা ফেরৎ গ্রহন কারীকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

০৯৫. ইসলামী আইনে ন্যায় সংগত ভাবে কয় ধরনের মানুষকে হত্যার বিধান দেয়া হয়েছে?

০৯৬. হাদীসের পরিভাষায় ‘ক্বারী’ বলতে কি বুঝায়?

০৯৭. কিয়ামতে কোন কোন আমেলকে রিয়াযুক্ত আমলের কারনে জাহান্নামে নিক্ষেপ করা হবে?

০৯৮. প্রদর্শনেচ্ছা ও আত্মশ্র“তির পরিণতি কি?

০৯৯. চোখের যিনা বলে কি বুঝানো হয়েছে?

১০০. ‘نَـظْـــرُ الْــفُـجَـــأ ةِ’ কি? এতে কি করণীয়?

১০১. ‘সতর’ কাকে বলে? সতর ঢাকার হুকুম কি?

১০২. ‘বনী ইসরাঈলের নারীরা যখন এরূপ শুরু করল তখনই ইসরাঈলীদের ধ্বংস শুরু হল’-কি শুরু করল?

১০৩. ‘النَــــامِـصَــــــــةُ ’ ও ‘المُــتَــنَـمِّـصَــــــــةُ’ অর্থ কি? এর  হুকুম কি?

১০৪. ‘তোমরা বর্ধক্যকে উপড়ে ফেলনা, কেননা কিয়ামতের দিন তা মুসলমানের জন্য আলোক বর্তিকা হবে’-কোন ব্যাপারে রাসূল সা.কথাটি বলেছেন?

১০৫. জাবির রা. বর্ণিত হাদীসে শোবার আগে কি কি করতে বলা হয়েছে?

১০৬. কোন বিষয়ে জানা না থাকলে কি বলা উচিৎ?

১০৭. মৃতের জন্যে বিলাপ করলে (চিৎকার করে কাঁদা, মুখে বুকে আঘাত করা, কাপড়, চুল ছিড়ে ফেলা) কি হয়?

১০৮. ‘الحَـــــــالِـقَـــــــة’ অর্থ কি?

১০৯. কোন সাহাবীর মূমূর্ষ অবস্থায় রাসূল সা.কেঁদেছেন? এসময়ে তার সাথে কে ছিলেন?

১১০. ‘الـفـــــــــا ل’ (ফাল)অর্থ কি?

১১১. কোন কোন ক্ষেত্রে কুকুর পোষা অনুমোদিত? এ ছাড়া কুকুর পুষলে কি হয়?

১১২. কুরবানী করতে মনস্থ করেছে এমন ব্যক্তির জন্য কি কি নিষেধ?

১১৩. আল্লাহ ব্যতীত অন্য যে কোন কিছুর শফত করা কি?

১১৪. কোন বিষয়ে শফত করার পরে তার বিপরীত বিষয় উত্তম দেখলে কি করণীয়?

১১৫. শপথের কাফ্ফারা কি?

১১৬.  কোন ব্যক্তি কল্যানকর কিছু করলে তার জন্য কি করা উচিৎ?   

১১৭. আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট কোন ব্যক্তি?

১১৮. ‘আমার বান্দারা একাংশ আমার প্রতি ঈমান পোষন করেছে আর একাংশ আমার কুফরী করেছে’-কোন বান্দারা?             

১১৯. ‘তার উপরই কুফরী পতিত হল’-কার উপর?

১২০. অর্থ বলুন-  ‘مَـــا كَانَ الْـفَحْــــشُ فِيْ شَئ إلاّ شَــــــانَهُ وَ مَـــا كَانَ الْحَـيَــــــاءُ فِي شَئ إلاّ زَانَــــــهَ

১২১. আল্লাহর কাছে কোন ভংগিতে দোয়া করতে নিষধ করা হয়েছে?

১২২. ‘অন্যথায় তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয়া হতে পারে'-কাদের?

১২৩. ‘এটা শয়তানের একটা ছোবল’-কোনটা?

১২৪. অর্থ বলুন-‘لا تُـصَـــلُّـوْا إلَي الْـقُــبُـوْرِ و لاَ تَـجْــلِــسُــوْا عَـلَـيْــهَـــــا

১২৫. কখন সুন্নত ও নফল নামায পড়া যাবে না?

১২৬. শুধুমাত্র জুমুয়ার রাতে নামায পড়া ও জুমুয়ার দিনে রোজা রাখার হুকুম কি?

১২৭. কবরের ব্যাপারে রাসূল সা.কি বলেছেন?

১২৮. যেনার শাস্তি কি?

১২৯. দু’টি অভিশাপ আনায়নকারী বিষয় কি?

১৩০. নারীদের জন্যে শোক পালনের সর্বোচ্চ সময় কতদিন?

১৩১. ‘سِــمْــسَــــارٌ’ (সিমসার) অর্থ কি?

১৩২. আল্লাহর পছন্দনীয় ও অপছন্দনীয় তিনটি কাজ কি কি?

১৩৩. কারো সামনে তার প্রশংসা করতে হলে কি বলা উচিৎ

১৩৪. ‘যখনই শয়তান তোমাকে কোন রাস্থা দিয়ে যেতে দেখে, তখনই সে তোমার রাস্থা ত্যাগ করে অন্য রাস্থা ধরে'-এ কথা রাসূল সা.কাকে বলেছেন?

১৩৫. ‘আমি আশা করি তুমি তাদের একজন হবে যাদেরকে বেহেশতে প্রতিটি দরজা দিয়ে প্রবেশের জন্য আমন্ত্রন জানান হবে’-এ কথা রাসূল সা.কাকে বলেছেন?

১৩৬. বাবেল শহরে যে দু’জন ফেরেশতার মাধ্যমে লোকেরা যাদুর শিক্ষা গ্রহন করত তাদের নাম কি? এদের যাদুর ক্ষতিকর দিকগুলো কি কি?

১৩৭. কোন সাতটি ধ্বংসকারী বিষয় হতে রাসূল সা.দূরে থাকার নির্দেশ দিয়েছেন?

১৩৮. শত্রুদেশে কি সহ সফর করতে নিষেধ করা হয়েছে?

১৩৯. পুরুষদের কি রঙ এর পোষাক পরতে নিষেধ করা হয়েছে?

১৪০. এতীমের বয়স সীমা কতটুকু?

১৪১. নিজের পিতার পরিচয়ে অনিহা প্রকাশ করা কি? নিজের পিতা ব্যতীত অন্য কাউকে পিতা পরিচয় দিলে কি তার কি শাস্তির কথা বর্ণিত হয়েছে?

১৪২. ‘غـيـرة’ অর্থ কি? আল্লাহর ‘غـيـرة’ কি?

১৪৩. কোন ব্যক্তি অন্য কাউকে কোন হারাম কাজের দিকে আহবান করলে তার কি করা উচিৎ?

১৪৪. সূরা আলে ইমরানের ১৩৫ ও ১৩৬ নং আয়াতে মুমিনের কি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে?

১৪৫. হযরত ঈসা মসীহ আ. কোথায় কিভাবে আসবেন? তার বৈশিষ্ট্য কি হবে?

১৪৬. দাজ্জালের গঠন-প্রকৃতি ও বৈশিষ্ট্য উল্লেখ করুন।

১৪৭. দজ্জাল কোথায় আসবে এবং কতদিন পৃথিবীতে অবস্থান করবে?

১৪৮. ‘এতে বরকত, কল্যান ও প্রাচুর্য দেখা দিবে’- কখন? কি বরকত?

১৪৯. কিভাবে মুমিনদের দুনিয়া থেকে উঠিয়ে নেয়া হবে? কাদের উপর কিয়ামত সংঘটিত হবে?

১৫০. ইয়াজুজ-মা’জুজ কোথা থেকে আসবে? তারা কিভাবে ধ্বংস হবে?

১৫১. প্রথম ও দ্বিতীয় শিংগায় ফুৎকারের সময়ের দৃশ্য কেমন হবে?

১৫২. দ্বিতীয় ফুৎকারের পর জাহান্নামীদের কি হারে বের করে নেয়া হবে?

১৫৩. দাজ্জাল হতে কিভাবে মক্কা-মদীনা সংরক্ষিত হবে?

১৫৪. কতজন ইয়াহুদী কিভাবে কোথায় দাজ্জালের সাথে যোগ দেবে?

১৫৫. সবচে’ উন্নত স্থরের শহীদের মর্যাদা কে লাভ করবেন?

১৫৬. ‘غـرقـد’ (গরকদ) কি? তা কোথায় দেখা যায়?

১৫৭. কিয়ামতের পূর্বেকার কতিপয় নাজুক পরিস্থিতি উল্লেখ করুন।

১৫৮. ‘যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতেন অপেক্ষা করবে’-কোন আমানত? কিভাবে তা নষ্ট হবে?

১৫৯. কোন মহান দায়িত্ব পালনের কাননে উম্মতে মুহাম্মাদীকে সর্বোত্তম উম্মত বলা হয়েছে?

১৬০. আল্লাহর নিকট সর্বোৎকৃষ্ট ও সর্ব নিকৃষ্ট স্থান কি কি?

১৬১. পূর্ববর্তী নবীদের কোন উপদেশ মানুষের কাছে পৌঁছেছে?

১৬১. কিয়ামতে সর্বপ্রথম মানুষের কোন অপরাধের বিচার হবে?

১৬২. রাসূল সা.এর চরিত্র কেমন ছিল?

১৬৩. আল্লাহ কার সাক্ষাৎ পছন্দ করেন ও কার সাক্ষাৎ অপছন্দ করেন?

১৬৪. ‘সুতরাং কিভাবে তার দোয়া কবূল করা হবে’-কার দোয়া?

১৬৫. বেহেশতী চারটি নদীর নাম কি?

১৬৬. আল্লাহ কি বারে কি সৃষ্টি করেছেন?

১৬৭. সাইফুল্লাহ কার উপাধী? কখন তিনি এ উপাধী লাভ করেন?

১৬৮. কত বছর পর রাসূল সা.ওহুদের শহীদদের কবর যিয়ারত করেন?

১৬৯. কোন মানত পূর্ণ করা যাবে না?

১৭০. রাসূল সা.কোন প্রাণী হত্যা করার নির্দেশ দিয়েছেন? মারলে কত ছওয়াবের কথা বলা হয়েছে?

১৭১. কিয়ামতের মাঠের সংক্ষিপ্ত বিবরণ দিন?

১৭২. বেহেশতের দরজার পাল্লার দূরত্ব কত হবে?

১৭৩. যমযম কূপটি কিভাবে তৈরি হয়েছে?

১৭৪. ইবরাহীম আ. তার শিশু পুত্র স্ত্রীকে একাকী কোথায় রেখেছিলেন? কেন?

১৭৫. কোন স্থানে আসার পূর্বে ইবরাহীম আ. নিজের একমাত্র শিশুপুত্র ইসমাঈল ও তার মাকে একাকী রেখে আসার পর তাদের দিকে আর ফিরে তাকান নি?

১৭৬. ইবরাহীম আ. এর দেয়া খাদ্য ও পানীয় ফুরিয়ে গেলে মা হাজেরা কি করলেন?

১৭৭. ইসমাঈল ও মা হাজেরার পর সর্বপ্রথম কোন গোত্র কাবার পথে আসে? তারা কি ভাবে পানির সন্ধান পায়?

১৭৮. কখন মা হাজেরার ইন্তেকাল হয়?

১৭৯. ইবরাহীম আ. এর কথা الـعـتـبــــة বা চৌকাঠ বলে কি বুঝানো হয়েছে?

১৮০. ইবরাহীম আ. যে পাথরে দাড়িয়ে কাবা ঘরের নির্মাান কাজ সম্পন্ন করেন তার নাম কি?

১৮১. ব্যাঙের ছাতা (মাশরুম) কোন শ্রেনীর খাদ্য?

১৮২. কোন ধরনের লোক আল্লাহর সন্তোষ লাভে ধন্য হবে?

১৮৩. কে সাংঘাতিক অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেয়?

১৮৪. কোনটি আল্লাহর নীতি নয়?

১৮৫. কোন কাজে অন্তরের পর্দা দূর করে?

১৮৬. সদা ইসতিগফারকারীকে আল্লাহ কি বিশেষ দানে ধন্য করেন?

১৮৭. কোন দোয়া করলে কবীরা গুনাহসমূহ ও মাফ করে দেয়া হয়?

১৮৮. সায়্যিদুল ইসতিগফার কি? এর ফজিলত কি?                            

১৮৯. রাসূল সা.মৃত্যুর পূর্বে কোন দোয়া অধিক পরিমানে পড়তেন?

১৯০. আনাস রা. বর্ণিত হাদীসে কুদসীতে বান্দাকে কোন গুনাহ ক্ষমার ওয়াদা করা হয়েছে? কোন শর্তে

১৯১. কি কারণে অধিকাংশ মহিলা জাহান্নামী হবে?  এজন্য তাদের করতে বলা হয়েছে?

১৯২.  ‘তারা যেন প্রতিযোগিতায় জয়ী হতে চেষ্টা করে'-কারা?

১৯৩. জান্নাতীরা কি জান্নাতে গিয়ে আল্লাহর তাসবীহ তাহলীল ভুলে যাবে?

১৯৪. জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তায়’ালা কি বলেছেন?

১৯৫. সবচে’ কম মর্যাদার জান্নাতীকে কি দেয়া হবে?

১৯৬. জান্নাতের একটি গাছের ছায়ার দৈর্ঘ কত হবে?

১৯৭. জান্নাতে কবে বাজার বসবে এবং তাতে গিয়ে জান্নাতীদের কি হবে?

১৯৮. জান্নাতবাসীদের জন্য কি ঘোষনা দেয়া হবে?

১৯৯. জান্নাত বাসীদের জন্য সর্বোত্তম প্রপ্তি কি?

২০০. জান্নাত বাসীদের কাছে সর্বাধিক প্রিয় কি হবে?

২০১. কোন তারিখে ‘রিয়াদুস সালেহীন রচনা সমাপ্ত হয়?

উপরোক্ত প্রশ্ন সমূহের উত্তরের জন্য এখানে ক্লিক করুন।

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।