প্রশ্নোত্তর - সফল জীবনের পরিচয়-এ কে এম নাজির আহমদ - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

June 20, 2022

প্রশ্নোত্তর - সফল জীবনের পরিচয়-এ কে এম নাজির আহমদ

 

অধ্যাপক এ কে এম নাজির আহমদ রাহি. এর এই বই খানা সম্পূর্ণ পড়ে আমরা তৈরী করেছি ১২৯টি প্রশ্নোত্তর। টেকনিক্যাল কারণে উত্তর গুলো আমরা এই মুহুর্তে প্রকাশ করলাম না। কেবলমাত্র ১২৯টি প্রশ্ন এখানে পত্রস্থ হলো।

প্রশ্নোত্তরঃ সফল জীবনের পরিচয়

 

1.  আল্লাহ মানুষের চাহিদা পূরণের জন্য যা যা প্রয়োজন সবই সৃষ্টি করে মানুষকে জ্ঞানবুদ্ধি ও কর্মক্ষমতা দান করেছেন কেন?

2.  মানুষ আল্লাহ প্রদত্ত জ্ঞানবুদ্ধি ও কর্মক্ষমতা প্রয়োগ করে কি করে?

3. মানুষের চাহিদা গুলো তিন ভাবে পুরণ হয় তা কি কি?

4.  মানুষের নানাবিধ চাহিদা পূরণের জন্য কি কি গড়ে উঠে?

5. পরিবার, বিভিন্ন সামাজিক সংস্থা, আর্থিক সংস্থা এবং রাষ্ট্র সংগঠন কেন গড়ে উঠে?

6. মানুষের চাহিদা আপনা আপনি পুরণ হয় এমন একটি উদাহরণ দিন

7.  শীতের দিনে শীত তাড়াবার জন্য তাপের প্রয়োজন তাপ লাভের অন্যতম উপায় রোদ পোহানো কেউ শীত তাড়াতে চাইলে রোদে গিয়ে দাঁড়ালে শীত দূর হয় এই উদাহরণটি মানুষের কোন ধরণের চাহিদা পুরণ করে?

8. মানুষের চাহিদার তালিকা বেশ দীর্ঘ মানুষ ১০টি বিষয় চায়, তা কি কি?

9. মানুষের যাবতীয় প্রয়োজন মেটানোর বা চাহিদা পূরণের জন্য মানুষের জীবনকে স্বচ্ছন্দ করার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য এবং মানুষের জীবনকে সমুন্নত করার জন্য আল্লাহ যেই সব নিয়ামতের ব্যবস্থা করেছেন, সেগুলোকে কি বলে?

10. এই পৃথিবীর অংগনে মুমিনদেরকে দুইটি সংগ্রামে আত্মনিয়োগ করতে হয় তা কি কি?

11.  পাঁচটি কাজ করা ইসলাম নির্দেশিত জীবন ব্যবস্থা নয় তা কি কি?

12. আল্লাহ রাব্বুল আলামীন বলেনঃ আর বৈরাগ্যবাদ তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে, আমি ওটা তাদের উপর চাপিয়ে দেইনি এ ব্যাপার আল্লার রাসূল সা. কি বলেছেন?

13. আল্লাহ আমাদের জন্য যমীনকে অনুগত বানিয়ে দিয়েছেন কেন?

14.  হযরত আয়েশা রা. বর্ণিত হাদীসের আলোকে আল্লাহর রাসূল সা. কোথায় রিযক তালাশ করতে বলেছেন?

15. আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা দিনকে আলোকোজ্জ্বল করেছেন কেন করেছেন?

16. হজ্জের সময়ে রবের অনুগ্রহ বা রিযক তালাশ করাতে কি নাই?

17.  কোন খাবারের চেয়ে উত্তম খাবার আর নেই?

18. রাসূল সা.কে কোন উপার্জন উত্তম প্রশ্ন করা হলে তিনি কি উত্তর দিয়েছিলেন?

19. রাসুল সা. বলেছেন, সালাতুল ফাজর আদায় করার পর আমরা যেন ঘুমিয়ে না থাকি যদি ঘুমিয়ে না থাকি, তাহলে করবো কি?

20. নির্ধারিত ফরযগুলোর পর কি ফরয?

21. মানুষের খাদ্যের প্রয়োজন শুধু দেহের লালন ও পরিপুষ্টি সাধনের জন্যই নয় তাহলে আর কি জন্য?

22. সকল প্রার্থীর চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে রিযক নির্দিষ্ট করা হয়েছে কত দিনে?

23.  আল্লাহ কিছু সংখ্যক লোককে অন্যদের উপর বেশী মর্যাদা দিয়েছেন কেন?

24. আল্লাহ যদি তাঁর বান্দাদের রিযক দিতেন সীমাহীন, তাহলে কি পরিস্থিতির সৃষ্টি হতো?

25.সূরা আল আনকাবুতের আয়াতের বর্ণনা অনুযায়ী আমরা আল্লাহর কাছেই রিযক অনুসন্ধানের সাথে সাথে আরো দুইটি কাজ করতে হবে তা কি কি?

26.  আল্লাহ দুনিয়ার জীবনে যাকে যা কিছু দিয়েছেন, তা কি জন্য দিয়েছেন?

27. অভাব অনটন, বিপদ মুছিবাত ইত্যাদি কেন দেয়া হয়?

28.অভাব অনটন, বিপদ মুছিবাত ইত্যাদি দিয়ে পরীক্ষা করে আল্লাহ কি দেখতে চান?

29.সুদর্শন কিংবা কুৎসিত, সবল-সুঠাম কিংবা দূর্বল, মেধাবী কিংবা মেধাহীন, স্মৃতিশক্তি সম্পন্ন কিংবা স্মৃতিশক্তিহীন, সুষ্ঠু প্রত্যংগসহ কিংবা বিকলাংগ, দৃষ্টিশক্তি সম্পন্ন কিংবা দৃষ্টিশক্তিহীন, কর্তৃত্বশীল কিংবা কর্তৃত্বহীন, খ্যাতিমান কিংবা খ্যাতিহীন এই অবস্থা সমূহ কেন করা হয়েছে এ অবস্থায় মানুষের কর্তব্য কি?

30.  দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে মানুষের কল্যাণ কিংবা অকল্যাণ হয় কিসের নিরিখে?

31.  “এমন উপায়ে তাকে রিযক দেন যে, উপায়ের কথা সে কখনো কল্পনাও করেনি”-কাকে রিযক দেয়া হয়?

32.  সাধারণ অর্থে ও বিশেষ অর্থে ইসলাম কি?

33. আল্লাহ প্রদত্ত জীবন বিধান হওয়ায় ইসলাম তিনটি বৈশিষ্ট্য যুক্ত তা কি কি?

34.গোটা বিশ্ব প্রকৃতিতে স্বীয় বিধান কার্যকর করলেও আল্লাহ মানব সমাজে তাঁর বিধান কার্যকর করেননি কেন?

35.  মানুষকে সৃষ্টির প্রাক্কালে আল্লাহ বলেছিলেনঃ আমি পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি কিন্তু মানুষ পৃথিবীতে আসার পর মানুষের পজিশন স্মরণ করে দিয়ে আল্লাহ কি বলেছিলেন?

36. তিন তোমাদের জন্য দীনের সেই বিধান নির্ধারিত করেছেন যার নির্দেশ দেয়া হয়েছিল ইব্রাহীম, মুসা এবং ঈসাকে প্রশ্ন হচ্ছেঃ এই নির্দেশ ইব্রাহীমের আগে কাকে দেয়া হয়েছিল এবং নির্দেশটি কি?

37.সকল নবীরই জীবন মিশন কি ছিল?

38.  অটোমেটি কায়েম হয় না আবার জোর জবরদস্তি করেও কায়েম হয়না-এমন জিনিস কি?

39.  অটোমেটি কায়েম হয় না আবার জোর জবরদস্তি করেও কায়েম হয়না-তাহলে দ্বীন কায়েমের জন্য কি প্রয়োজন?

40. আল্লাহ একের পর এক বুহ সংখ্যক নবী পাঠিয়েছেন কোথায়? তাদের আবির্ভাব হয়েছে পৃথিবীর কোথায়? তারা আবির্ভূত হয়েছেন কোন সময়ে? তারা সকলেই অবলম্বন করেছেন কি?

41.  নবী রাসূলগন মানুষকে বারবার আহবান জানিয়েছেন দুইটি বিষয়ে তা কি কি?

42. নবীদের আহবানে সাড়া দিয়ে যাঁরা তাঁদের কাফিলায় শামিল হয়েছেন, তারা ছাড়া বাকিরা কি করেছে?

43.নবীদের আহবানে সাড়া দিয়ে যাঁরা তাঁদের কাফিলায় শামিল হয়েছেন, তারা ছাড়া বাকিদেরকে আখিরাতে কেন হতে হবে কঠিন শাস্তির সম্মুখীন?

44. পৃথিবীর বেশি সংখ্যক মানুষই জীবনের প্রকৃত মিশনের প্রতি উদাসীন থেকে সফলতার ভূল ধারণার বশবর্তী হয় সেই ভূলধারণাকারীরা ৫টি বিষয়কে সফলতা মনে করে তা কি কি?

45. আল্লাহর কথা পরিবর্তিত হবো নয় এটি বড়ই সফলতা সেই সফলতা তিন প্রকারের মানুষের জন্য তারা কারা?

46.যে ব্যক্তি নিজকে পরিশুদ্ধ করে নিয়েছে এবং যে নিজকে দাবিয়ে দিয়েছে এই দুই ব্যক্তির অবস্থান কি?

47. আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা চারটি কাজকে শয়তানী কাজ উল্লেখ করে ঈমানদারদেরকে তা পরিহান করার নির্দেশ দিচ্ছেন-যা করা হলো আশা করা যায় সফল হবে সেই কাজ চারটি কি কি?

48. মুমিনদের যখন আল্লাহ ও তাঁর রাসূলের ফায়সালা মেনে নেওয়ার জন্য ডাকা হয়, তখন মুমিনরা কি বললে তারা সফল বলে কুরআন ঘোষনা করেছে?

49. ঈমানদাররা কোন দুইটি কাজ করলে আল্লাহ আমল গুলো সংশোধন করে দেবেন?

50.সফল কারা রয়েছে তাদের রবের নির্দেশিত পথে?

51. এটাই সঠিক কর্মনীতি এবং শেষ ফলের দিক দিয়ে এটাই ভালো-এখানে কর্মনীতিটা কি?

52.মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু আল্লাহ শিগগিরই তাদের প্রতি অনুগ্রহ করবেন এই পুরুষ ও নারীর ৫টি বৈশিষ্ট কি কি?

53.  সফলতা লাভ করলো সেই সব মুমিন যারা তাদের ছালাতে খুশু অবলম্বন করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা পবিত্রতা বিধান কাজে তৎপর থাকে, যারা লজ্জাস্থানের হিফাজত করে, যারা আমানত ও ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে তারা আর কি করে এবং তাদের পুরস্কার কি?

54. মুমিন মহিলারা যেমন তাদের সাজ প্রকাশ না করে, তবে তাদের সামনে ছাড়াঃ তাদের স্বামী, পিতা, শ্বশুড়, নিজের ছেলে, নিজের স্বামীর ছেলে, আপন ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ঘনিষ্ঠ চেনা-জান মহিলা, নিজেদের দাস আরো দুই শ্রেণী রয়েছে, তারা কারা?

55.  আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে বিধায় মুমিনরা কি করে?

56.   “ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছেকিসের ওয়াদা এবং সেই ওয়াদা কোথায় রয়েছে?

57.  “অতএব তোমরা আল্লাহর সাথে যেই বেচাকেনা করেছো সেই ব্যাপারে খুশি হয়ে যাওআল্লাহর কাছে কি বিক্রয় করা হয়েছে?

58.  কুরআনের আয়াতে সফল জীবনের যেই সব বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, তাকে অধ্যাপক নাজির আহমদ সাজিয়েছেন, কতটি কাজ দিয়ে? প্রথমটি কি?

59.  সফল জীবনের ২৬টি বৈশিষ্টের সর্বশেষ ৩টি বৈশিষ্ট কি কি?

60.  আল্লাহ রাব্বুল আলামীন ৫টি বিষয়কে সফলতার মাপকাঠি বলে উল্লেখ করেননি, তা কি কি?

61. কোন কোন জিনিসের প্রতি মানুষের অন্তরে গভীর অনুরাগ থাকে?

62.  কোন কোন জিনিসের প্রতি মানুষ দারুণ আকর্ষণ অনুভব করে?

63. মানুষের দারুণ ক্ষতির কারণ হয়ে দাড়ায় কোন বস্তু?

64.কোন জিনিস মানুষকে আখেরাতমুখী হতে দেয় না?

65.  কোন জিনিস মানুষের আখেরাতের প্রস্তুতি গ্রহণকে বাধাগ্রস্থ করে?

66. মানুষ যাতে দুনিয়ার জীবনের গোলকধাঁধাঁয় পড়ে প্রতারণার শিকারে পরিণত না হয় সে জন্য আল্লাহ মানুষকে কি স্মরণ করিয়ে দিয়েছেন?

67.মানুষের জন্য ছয় প্রকারের জিনিসের প্রতি আকর্ষণকে খুবই সুশোভিত করা করা হয়েছে কিন্তু এইগুলো দুনিয়ার জীবনের সামগ্রী মাত্র এই ছয়টি জিনিস কি কি?

68.  আর দুনিয়ার জীবন তো হাসিতামাশা, খেলা ছাড়া আর কিছুই নয় তাহলে আসল জীবন কোনটি?

69.  ছোট ছেলেরা কিছুক্ষণের জন্য নেচেগেয়ে আমোদ করে এবং যার যার ঘরে চলে যায় এখানে যে রাজ হয়ে গেছে সে আসলে রাজ হয়ে যায়নি এবং শুধুমাত্র রাজার অভিনয় করছে এক সময় খেলা শেষ হয়ে যা তখন সে তেমনি দীনহীন অবস্থায় রাজ সিংহাসন থেকে বিদায় নেয় যেইভাবে এসেছিল এই উদাহারণ কিসের উদাহরণ?

70. প্রত্যেক উম্মাতের জন্য রয়েছে এক একটি ফিতনা উম্মতে মুহাম্মাদীর জন্য ফিতনা কি?

71.  আল্লাহর স্মরণ হতে গাফিল করে রাখে এমন বিষয় সমূহের মাঝে বিশেষ ভাবে অর্থসম্পদ ও সন্তানসন্ততির কথা উল্লেখ করা হয়েছে কেন?

72. আল্লাহর নিকট দুনিয়াটার মূল্য যদি একটি মশার ডানার মূল্যের সমান হতো, তাহলে আল্লাহ কি করতেন না?

73.যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে তার ক্ষতি কি? আর যে ব্যক্তি আখেরাতকে ভালোবাসে তার ক্ষতি কি?

74.  “আল্লাহ তোমাদের অন্তরে দুর্বলতা সৃষ্টি করে দেবেনসেই দুর্বলতা কি?

75. দুনিয়াপ্রীতি এবং মৃত্যুর প্রতি অনীহা মানে কি?

76.আটটি বস্তু যদি বেশী প্রিয় হয়ে যায় আল্লাহ, তাঁর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ থেকে তাহলে আল্লাহর ফায়সালার অপেক্ষা করতে হবে তা কি কি?

77. কোন ধরণের অর্থসম্পদের মালিক হওয়াকে ইসলাম উৎসাহিত করে?

78. আরো চাই, আরো চাই-এই ধরণের মনোভংগিকে আল্লাহ রাব্বুল আলামীন কি বলে আখ্যায়িত করেছেন?

79. আরো চাই আরো চাই-এই মনোভংগি বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহর রাসূল সা. কি বলেছেন?

80.কোন জিনিস ছাড়া আদম সন্তানের মুখ ভরতে পারে না?

81. বকরীর পালে পতিত দুইটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরীর পালের যতটুকু ক্ষতি করে, তার চেয়ে বেশী ক্ষতিক্ষর বস্তু কি?

82.মানুষের প্রকৃত মৌলিক প্রয়োজন কি কি?

83.  কোন ব্যক্তির জন্য সৌভাগ্যের বিষয় তিনটি কি কি?

84. রাসূল সা. এর বর্ণনা অনুযায়ী সফল সেই ইসলাম গ্রহণকারী ব্যক্তি, যাকে আল্লাহ আরো দুইটি বিষয় প্রদান করেছেন, তা কি কি?

85.  উট, গাভী, বকরী, ঘোড়া এবং দাস-দাসী আছে এমন ধনী ব্যক্তি যখন খুবই নিম্নমানের পোশাক পরে আল্লাহর রাসূল সা. এর নিকট উপস্থিত হলো, তখন আল্লাহর রাসূল সা. কি নসিহত করলেন?

86.  নিজের অবয়বে আল্লাহর নিয়ামতের প্রকাশ ঘটানোর অর্থ কি নয়?

87. বিলাসব্যসন পরিহারকরণ এবং অনাড়ম্বর জীবনযাপনের তাকিদ দিয়ে আল্লাহর রাসুল সা. কি বলেছেন?

88.  বিলাসিতা থেকে ধীরে ধীরে কি কি জন্ম নেয়?

89.  দুনিয়াতে থাকার ব্যাপারে আল্লাহ রাসূল সা. আব্দুল্লাহ ইবনে উমার রা.কে কি উপদেশ দিয়েছেন?

90.কম পাওয়ার বেদনা মানুষকে দারুণভাবে পীড়ন করে কিন্তু বেদনা দূর করে দেয় কিসে?

91. মানুষের মাঝে প্রচন্ড ভোগের আকাংখা বিদ্যমান এই আকাংখার যেন নিবৃত্তি নেই, শেষ নেই কোন জিনিস এই আকাংখাকে নিয়ন্ত্রণ করে?

92.ভোগবাদ এক মহা আপদ ভোগবাদের খপ্পরে পড়ে মানুষ উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকে কোন জিনিস এই যন্তনাদায়ক অবস্থা থেকে মানুষকে মুক্তি দেয়?

93.  রাসূল সা. মক্কায় অবস্থানকালে নবুওয়াত লাভের পূর্ব ব্যবসায়ে উপার্জিত অর্থের বিরাট অংশ ব্যয়িত হতো কোন খাতে?

94. আলমাদীনা এর আগের নাম কি ছিল? এই নগর রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপ্রধান করে ছিলেন?

95.  রাসূল সা. যে বিচানা ব্যবহার করতেন, তার বৈশিষ্ট কি ছিল?

96.  রাসূল সা. পেট ভর্তি করে খাবার খেতেন না, ভূরিভোজ পছন্দ করতেন না কিন্তু দুইটি খাবার খুব পছন্দ করতেন, তা কি কি?

97. হযরত আবু বকর রা. যখন ইসলাম গ্রহণ করেন, তখন তাঁর সঞ্চয়ের পরিমাণ কি ছিল? আর হিজরতের সময় সেই সঞ্চয়ের কত অবশিষ্ট ছিল?

98.  হযরত আবু বকর রা. তার ব্যবসালব্ধ অর্থের বেশীর ভাগ তিনটি খাতে বয় করতেন, তা কি কি?

99.  হযরত আবু বকর রা. বাইতুলমাল থেকে বছরে কতটুকু অর্থ গ্রহণ করতেন এবং মৃত্যুকালে তার সম্পদ কি ছিল?

100.হযরত উমর রা. বাইতুলমাল থেকে প্রথমে বার্ষিক কত দিরহাম গ্রহণ করতেন এবং শেষ সময়ে কত গ্রহণ করেছেন?

101. হযরত উমর রা. আর ব্যবসার মুনাফার বিরাট অংশ ব্যয় করতেন কোন কোন খাতে?

102.তিনি ছিলেন মক্কার একজন সফল ব্যবসায়ী, ইসলাম গ্রহণ করার পর বিরুদ্ধবাদীদের সন্ত্রাসের কারণে তার ব্যবসা বন্ধ হয়ে যায় তিনি কে? তার পুরো নাম লিখুন

103.      আল মাদীনায় পানযোগ্য পারিন বড়ো অভাব ছিল এক ইয়াহুদীর কাছ থেকে তার মালিকানাধীন কিনে নিয়ে জনসাধরণের জন্য ওয়াকফ করে দেন হযরত উসামন রা. সেই কূপের নাম কি এবং কত অর্থের বিনিমেয় তিনি কুপটি ক্রয় করেন?

104. তাবুক যুদ্ধে হযরত উসমান রা. এর আর্থিক অংশ গ্রহণ কি ছিল?

105.      হযরত আলী রা. হযরত ফাতেমরা রা.কে কখন বিয়ে করেন?

106.      হযরত আলী রা. শাহাদাত বরণকালে তার রেখে যাওয়া আর্থিক সম্পদ কত ছিল?

107. তার মালিকানায় ছিল এক হাজার দাস, সেই দাসরা প্রতিদিন উপার্জন করতো এবং তার হাতে তুলে দিতো তিনি সেই সমুদয় অর্থ কম বিত্তবানদের মাঝে বিলিয়ে দিতেন-কে তিনি? তার পুরো নাম লিখুন

108.      হাদরামাউত থেকে ব্যবসার মুনাফার সত্তর হাজার দিরহাম যখন হযরত তালহা ইবনু উবাইদুল্লাহর রা. এর কাছে আসে, তখন রাতে তিনি বিছানায় ছটফট করতে থাকলে তার স্ত্রী কারণ জানতে চান উত্তরে তালহা রা. কি বলেন?

109.      তালহা ইবনু উবাইদুল্লাহ রা. ৭০ হাজার দিরহাম মুনাফা প্রাপ্তিতে পেরেশান হওয়ার প্রেক্ষিতে তার স্ত্রী পেরেশানী দুর করতে সমাধান দিয়ে কি বলেন?

110. হযরত উমর রা. এর শাসনামলে হিমস নামক স্থানে গভর্ণর কে ছিলেন?

111.  একটি এলাকা থেকে একদল লোক মদীনায় এসে রাষ্ট্রপ্রধান হযরত উমর রা. এর সাথে দেখা করলো তিনি তাদেরকে তাদের এলাকার গরীব মানুষদের একটি তালিকা তৈরী করে দিতে বললেন সে অনুযায়ী তারা পরামর্শ করে একটা তালিকা তৈরী করে দিল সেই তালিকায় প্রথম নামটি কার ছিল? তিনি কে ছিলেন? কোন এলাকার ছিলেন?

112. হযরত সায়ীদ ইনু আমের আল জুমাহী রা. এর জীবন যাত্রার বিশদ বিবরণ শুনে হযরত উমর রা. তার জন্য এক হাজার দীনার প্রেরণ করে হযরত সায়ীদ কি বলে উঠলেন এবং দীনার গুলো কি করলেন?

113.একজন মানুষ জীবনের সূচনার পর থেকে শুরু করে বৃদ্ধাবস্থা পর্যন্ত অনেক গুলো স্তর অতিক্রম করে অবশেষে তাকে কি শেষ করে কোথায় পৌছতে হবে?

114. সেই দিন পৃথিবী ও আসমানকে পরিবর্তন করে নতুন আকার দেওয়া হবে নতুন ভাবে গড়া পৃথিবী হবে আজকের পৃথিবী থেকে অনক বড় সেই নতুন পৃথিবীর বৈশিষ্ট কি হবে?

115. কিরামান কাতিবীন অর্থ কি?

116.আদালতে আখেরাতে কিরামান কাতিবীনের আমলনামা পেশ করার প কোন কোন অপরাধী ব্যক্তিধৃষ্টতা দেখাবে তারা আপত্তি উত্থাপন করতে চাইবে আল্লাহ রাব্বুল আলামীন দ্বিতীয় প্রকারের সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করবেন তা কি হবে?

117. কোন আমালে ছালেহকে আল্লাহ স্বীকৃতি দেন না কখন?

118. এক লোক জিজ্ঞেস করলোঃ আমাদের নিয়াত যদি আল্লাহর পুরস্কার এবং দুনিয়ার খ্যাতি অর্জন-দুইটি হয়? তাহলে কি আমরা পুরস্কৃত হবো? উত্তরে রাসূল সা. কি বললেন?

119. আমলে ছালেহ গৃহীত হওয়ার পূর্বশর্ত কি?

120.আদ্ দাওয়াত, আল জিহাদ, আছ ছালাত, আছ ছাওম, আয যাকাত, আল হাজ, ইনফাক, খিদমাতে খালক কি জন্য নিবেদিত হতে হবে?

121. আল্লাহর আদালতে বিশ্লেষণে যদি প্রমাণিত হয় যে, মুমিন সকল আমালে সালেহ একমাত্র আল্লাহর সন্তোষ অর্জনের জন্যই সম্পন্ন করেছে, তাহলে কি হবে?

122.জাহান্নামীদের একধরণের গাছ গিলতে বাধ্য করা হবে সেই গাছের নাম কি? এর বৈশিষ্ট কি?

123.      আগুনের উত্তাপে ও পিপাসায় যখন জাহান্নামীরা হাঁপাতে থাকবে, তখন তাদেরকে কি পান করতে দেয়া হবে?

124. জাহান্নামের সবচেয়ে কম শাস্তি কি হবে?

125.  জান্নাতে রয়েছে চার ধরণের ঝর্ণা তা কি কি?

126.  সবচেয়ে কমমর্যাদাবান জান্নাতী কতটুকু স্থানের মালিক হবে?

127. জান্নাতীদের কাছে সবচেয়ে বেশী আনন্দের বিষয় কি হবে?

128.  জাহান্নামীরা জাহান্নামে এবং জান্নাতীরা জান্নাতে অবস্থান গ্রহণের পর মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে একজন ফেরেশতা কি ঘোষণা করবেন?

129.  রাসল সা. বলেন, সে ব্যক্তি বৃদ্ধিমান এবং সেই ব্যক্তি নির্বোধ তিনি কাদেরকে বুদ্ধিমান বলেছেন আর কাদেরকে নির্বোধ বলেছেন?

উপরোক্ত প্রশ্ন গুলোর উত্তর জানার জন্য এখানে ক্লিক করুন।

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।